মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০১৫

দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে!

কুমিল্লার দাউদকান্দি উপজেলা ছাত্রলীতে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে দাউদকান্দি উপজেলা চত্তরে উপজেলা ছাত্রলীগের আহবায়ক হেলাল মাহমুদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিরক্ষা মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া এমপি।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মহাম্মদ আলী সুমন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল অব. সুবিদ আলী ভুইয়া বলেছেনছাত্রলীগের অতীত এতিহ্য গৌরবের ইতিহাস জেনে ছাত্রলীগের হাল ধরতে হবে।


যারা টেন্ডারবাজি ও দখলবাজি করবে তাদের মত নেতা-কর্মীর জননেত্রী প্রধানমন্ত্রীর ছাত্রলীগ করার প্রয়োজন নেই। যারা বই-কলমের সাথে সম্পর্কে রেখে ভবিষ্যতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবেসেই মেধাবী ছাত্ররাই ছাত্রলীগের হাল ধরতে পারবে। ডিজিটাল বাংলাদেশ গড়তে তাদের মত মেধাবী ছাত্রলীগের কর্মীরাই দেশের হাল ধরবে। তিনি আজ শনিবার বাংলাদেশ ছাত্রলীগের দাউদকান্দি উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনের প্রধান অথিতির বক্তব্যে এ কথা বলেন।
দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের আহবায়ক হেলাল মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর আওয়ামীলীগ সভাপতি আবদুল আউয়াল সরকারজেলার নেতা ও ডেপুটি এর্টনি জেনারেল এডভোকেট শফিউল বশর ভান্ডারীবঙ্গবন্ধ শিক্ষা গবেষনা পরিষদের কেন্দ্রীয় নেতা ড. কামাল উদ্দিন আহম্মেদউপজেলা চেয়ারম্যান মেজর অব. মোহাম্মদ আলী সুমনদাউদকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আহসান হাবিবসাধারণ সম্পাদক আবদুস ছালাশকুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ অনিক হোসেনসাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন ফকির ও আনুষ্ঠানটি পরিচালনা করেন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জানে আলম রাসেল ও আমির হোসেন রাজন। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন